পবায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২২ PM, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পবা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, ইউআরসি ইন্সক্ট্রাটর মোসাঃ রেহেনা আক্তার, সহকারী শিক্ষা অফিসার রোজী খন্দকার।

সিন্দুর কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম রন্জুর পরিচালনায় এসময় আরোও উপস্থিত ছিলেন পবা উপজেলা স্কাউট প্রতিনিধি গোলাম মুর্তজা বাদশা, বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বানু, নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আকতার, দুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুননেছা, পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর রহমান, দামকুড়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :