প্রায় চার কোটি টাকা পাওয়ার দাবীতে মটর শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৬ PM, ০১ মে ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: h; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 131.1139; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

স্টাফ রিপোর্টার: মহান  মে দিবস শ্রমিকের অধিকার আদায় দিবস। মহান মে দিবসে রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা তাদের নিজেদের দাবি দাওয়া আদায়ের জন্য প্রায় ২ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধ কালে রাজশাহী  মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা ও শ্রমিকগন উপস্থিত ছিলেন। রাজশাহী  জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল আলম সাজু বলেন শ্রমিকের প্রায় চার কোটি  টাকা আদায়ের লক্ষ্যেই এই সড়ক অবরোধ। সভাপতি আরো বলেন এই টাকা রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মরণোত্তর টাকা, কন্যাদায়, শিক্ষা ভাতা এ টাকাগুলো আমার শ্রমিকদেরকে বুঝিয়ে দিতে হবে। শ্রমিকগণ বলেন রাজশাহী জেলা শ্রম আদালত থেকে ২০১৩ সাল রিপোর্ট পেশ করার জন্য চিঠি দেওয়া  হয়েছে কিন্তু  সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী অডিট রিপোর্ট জমা দেননি। শ্রমিক রাজিব


আরো জানান, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নিজস্ব আবাসিক হোটেল নিজস্ব জমি বেঁচে দেন এই সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী। রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী  শ্রমিকদের প্রায় চার কোটি  টাকা  আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন সভাপতি হামিদুল আলম সাজু। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য জহুরুল ইসলাম জনি জানান,আমি বিগত পরিষদের কোষাধ্যক্ষ ছিলাম আমি সঠিক হিসাব চাওয়ায় আমার ওপর  জুলুম করে আমাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় তবে আমি আবারো কোষাধক্ষ্য নির্বাচিত হই।শ্রমিকদের এই পাওনা টাকার হিসাব অতি দ্রুত হওয়া উচিত বলে তিনি মনে করেন । এ বিষয়ে সাধারণ সম্পাদক মাহাতাব  হোসেন চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। প্রশাসন এসে রাস্তা অবরোধকারী শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে কথা বলা হলে শ্রমিকদের অর্থের হিসাব তিনি নেওয়ার আশ্বাসে  রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল আলম সাজু সড়ক অবরোধ তুলে নেন।

আপনার মতামত লিখুন :