সিসিবিভিও’র আয়োজনে গোদাগাড়ীর কাকনহাটে ২দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১৪ PM, ২১ এপ্রিল ২০২৪

স্থাপ রিপোর্টার : আজ রবিবার সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় গ্রাজুয়েশন পর্যায়ের ১০টি রক্ষাগোলা সংগঠনের ৩০ জন নেতৃবৃন্দের অংশগ্রহণে গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে ২দিন ব্যাপী ফসলের পোকা-মাকড় ও রোগ- বালায় দমনে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের পূর্ব-সতর্কতা ও পরিবেশ-বান্ধব প্রযুক্তি গ্রহণ বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি হয়। প্রশিক্ষণের প্রথম দিনে রাসায়নিক সার ব্যবহারের তত্ত¡ীয় ও প্রায়োগিক দিকগুলোতে আলোকপাত করা হয় এবং শেষ দিনে রাসায়নিক সার ব্যবহারের ও ব্যবহারিক দিকসমূহতে আলোকপাত করা হয়। প্রশিক্ষণের আলোচ্য বিষয় ছিল রাসায়নিক সার: ধরণ, গুণাগুণ ও তার ব্যবহার; রাসায়নিক সারের বাজার ব্যবস্থাপনা: ভাল সার চেনা, দাম-দর, সারের বাজার; কৃষি উৎপাদনের সনাতন ও আধুনিক উপায় এবং রাসায়নিক সারের প্রয়োগ পদ্ধতি; রাসায়নিক সারের ব্যবহার: সময়সূচি, সমস্যা চিহ্নিত কওে সঠিক সার ব্যবহার, পরিমাণ নিরুপণ; রাসায়নিক সারের প্রয়োগ: জমি প্রস্তুত, সার প্রস্তুত, সার প্রয়োগ; রাসায়নিক সারের ব্যবহারিক দিক: সার চিহ্নিতকরন, সার প্রস্তুত, পরিমাণ নিরুপণ, সমস্যা নিরুপণ, সারের প্রয়োগ; রাসায়নিক সারের কুফল ও সর্তকতা: অতিরিক্ত সার ব্যবহার ও পরিমাণ নিরুপণ, মাটি-ফসল-শারিরীক ক্ষতি।
প্রশিক্ষণটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী এবং প্রশিক্ষণে রিসোর্স পার্সন (প্রশিক্ষক) হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা । প্রশিক্ষণে সাবির্ক সহযোগিতা করেন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত।

আপনার মতামত লিখুন :