সংরক্ষিত মহিলা আসনে জাপার মনোনীত সালমা ইসলাম ও নুরুন নাহার বেগম

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫০ PM, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

বাংলার সকাল ডেস্কঃ সংরক্ষিত নারী আসনে দুজনকে মনোনয়ন দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি। তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগম (ঠাকুরগাঁও)। দলের সংসদীয় কমিটি পক্ষ থেকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৬ আসনে আওয়ামী লীগের সঙ্গে জাপার সমঝোতা হয়। শেষ পর্যন্ত ১১ আসনে দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সমঝোতার বাইরে দলের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি। এরমধ্যে ৯০ ভাগ প্রার্থী জামানত হারিয়েছেন।

১১ এমপির বিপরীতে ৫০ জন সংরক্ষিত নারী আসনের মধ্যে জাপার ভাগে পড়েছে মাত্র দুটি। বাকি ৪৮টি সংরক্ষিত নারী আসনে গত বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আপনার মতামত লিখুন :