বঙ্গবন্ধুসহ তার পরিবারের হত্যার বিচার চেয়ে নগর আ.লীগের উদ্যোগে স্বারকলিপি

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৬ PM, ০৩ অগাস্ট ২০২২

ষ্টাফ রিপোর্টার :শোকাবহ আগস্টের দ্বিতীয় দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যের হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার লক্ষ্যে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (২ আগস্ট) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক স্বারকলিপিতে তারা এই দাবি জানায়। স্বারকলিপিটি রাজশাহী রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মাহফুজুল আলম লোটন, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহাসানুল হক পিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রি প্রসাদ রায় লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু প্রমুখ।

আপনার মতামত লিখুন :