DhakaWednesday , 10 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. থেলাধুলা
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

রাজশাহীতে র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ আটক ১

Link Copied!

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী র‌্যাব-৫ এর বিশেষ অভিযানে নওগাঁ জেলার মান্দায় একটি কভার্ড ভ্যানের ভেতর থেকে ১৩৫ কেজি গাঁজাসহ আব্দুল শুকুর (২৮) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। আজ ভোরে মান্দা থানাধীন ফতেপুর জয় বাংলা মোড়স্থ এলাকায় অপারেশন চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ তাকে আটক করা হয়। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানাধীন বণী এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে। আজ দুপুরে র‌্যাব-৫ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, র‌্যাব-৫ এর অধিনায়ক মুনীম ফেরদৌস। এসময় তিনি গনমাধ্যমকর্মীদের জানান, র‌্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এশটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের বড় চালান নিয়ে ০১টি কাভার্ড ভ্যান যোগে কুমিল্লা হতে রাজশাহীর দিকে যাচ্ছে। খবর পেয়ে র‌্যাবের গোয়েন্দা দলটি রাজশাহীর আমচত্ত্বরে অবস্থান নেয় এবং উক্ত কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করতে থাকে। পরবর্তীতে নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুর জয়বাংলা মোড়স্থ রাজশাহী টু নওগাঁগামী মহাসড়কের উপর র‌্যাবের টিম চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে ঘটনাস্থলে রাজশাহী টু নওগাঁগামী মহাসড়কের উপর টাটা কাভার্ড ভ্যান আসলে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন মাদক ব্যবসায়ী কাভার্ড ভ্যান চালক ও হেলপার কৌশলে দ্রুত পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম উক্ত কাভার্ড ভ্যান চালককে আটক করে এবং কাভার্ড ভ্যানের হেলপার দ্রুত জানালা খুলে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, আটককৃত ট্রাকের ভিতরে থাকা সাদা প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরে কাভার্ড ভ্যানের ভিতরে মালামাল রাখার স্থান হতে উক্ত ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃত ব্যক্তি ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তি পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলেও জানান র‌্যাবের এই শীর্ষ কর্মকর্তা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।