র‌্যাব-৫ এর বিশেষ অভিযানে ৫ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১০ PM, ০৭ সেপ্টেম্বর ২০২২

ষ্টাফ রিপোর্টারঃ র‌্যাব-৫ এর বিশেষ অভিযানে ৫ কোটি টাকার হেরোইনসহ হুমায়ূন কবির (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে চাঁপাইনবাবগঞ্জে জেলার বকচর গ্রামে অভিযান চালিয়ে তাকে ৫ কেজি হেরোইন ও নগদ ৫৭ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। দুপুরে র‌্যাব-৫ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত হুমায়ন কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার চররানীনগর এলাকার দামেজ উদ্দিনের ছেলে। সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী দূর্গম চর এলাকা থেকে পাশ্ববর্তী দেশ হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে আসছে। এরপর থেকেই র‌্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি সার্বক্ষনিক পরিচালনা করে আসছিল। এই মাদক চেইনের একজনকে গত ১৩ আগষ্ট র‌্যাব-৫ সাড়ে ৪ কেজি হেরোইনসহ গ্রেফতার করে। উক্ত চেইনের আর একজন সদস্য ছিলেন, হুমায়ন কবির যিনি সরাসরি বিপুল পরিমান মাদক সীমান্তে নিজে গিয়ে সংগ্রহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে আজ ভোরে র‌্যাব-৫ এই অপারেশনটি পরিচালনা করেন, ফ্লাইট লেফটেনেন্ট মারুফ হোসেন খাঁন ও এএসপি সঞ্জয় কুমার সরকার। তিনি আরো জানান, আসামী হুমায়ন স্বীকার করেছে সে মাদক কারবারের সঙ্গে জড়িত। এই চক্রের সদস্যরা সীমান্তের ওপার থেকে কৃষক ও মাঝির ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকেন। এর আগে বেশ কয়েকবার তারা এই পন্থায় মাদক পাচার করেছে। বর্তমানে ভারতের চোরাকারবারীদের কাছে মাদক নিয়ে তার বিনিময়ে স্বর্ণ পাচার করা হচ্ছে। আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান র‌্যাবের এই শীর্ষ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :