স্বাধীনতার পর এটিই শ্রেষ্ঠ অর্জন : হানিফ

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৫ PM, ২৫ জুন ২০২২

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হবে।’ শনিবার (২৫ জুন) সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নানা বাধা পেরিয়ে এই সেতু নির্মাণ করার কথা উল্লেখ করে এ সময় হানিফ বলেন, ‘আমরা মনে করি স্বাধীনতার পর থেকে এটিই আমাদের শ্রেষ্ঠ অর্জন হিসেবে বিবেচিত হবে। কারণ, এই পদ্মা সেতুকে শুধু একটি সেতু হিসেবে দেখার সুযোগ নেই। এই পদ্মা সেতুকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র হয়েছে সরকারের বিরুদ্ধে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয়ে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করেছেন।’

এদিকে, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন :