৭ মাসেই কোরআন মুখস্থ করলেন জুবায়ের

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০০ AM, ০৪ জুন ২০২৩

বাংলার সকাল ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জে মাত্র সাত মাসেই পবিত্র কুরআন মুখস্থ করেছেন বাইতুন নূর তাহফিজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী জুবায়ের আল জামি।

হাফেজ জুবায়ের আল জামি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ওভারামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। ব্যবসায়ের সুবাদে তিনি হাজীগঞ্জ মডেল কলেজসংলগ্ন নিজস্ব ভবন তালুকদার নিকেতনে বসবাস করেন।

জানা যায়, এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলেকে পড়ান হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে বাবা জাহাঙ্গীর আলম। তবে সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদরাসায় হেফজ বিভাগে ভর্তি করান তিনি। যার সুফল মিলে মাত্র সাত মাসেই। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী মাত্র সাত মাসেই কুরআনের হাফেজ হন।

মাদরাসার মোহতামিম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নাজির আহমদ জানান, শিক্ষক, অভিভাবক ও নিজেদের মেহনতে হেফজ শেষ করে শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন :