৫ গুনিজন পেলেন রাজশাহী শিল্পকলা একাডেমি সম্মাননা

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩৮ PM, ১৬ মার্চ ২০২৩

ষ্টাফ রিপোর্টার : রাজশাহীর পাঁচ গুনিজনকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মাননা প্রদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মারিয়া পেরণা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে রাজশাহীর পাঁচজন গুনিজনকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২২ প্রদান করা হয়। এরা হলেন, সাংস্কৃতি গবেষনায় ড. তসিকুল ইসলাম রাজা, লোক সাংস্কৃতিতে মোস্তফা সরকার, যন্ত্রশিল্পে মাকসুদুল, যাত্রাপালায় সুধীর চন্দ্র মন্ডল এবং ফটোগ্রাফিতে আজাহার উদ্দীন। অনুষ্ঠানে অতিথিরা পাঁচ গুনিজনের গলায় সম্মাননা পদক পরিয়ে দেন।

আপনার মতামত লিখুন :