তানোর উপজেলায় রোপা আউশ ধানের ফলন নিরূপণে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৬ PM, ০৪ অক্টোবর ২০২২

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলার তানোর উপজেলায় রোপা আউশ ধানের ফলন নিরূপণে নমুনা শস্য কর্তন এবং উপসহকারী কৃষি অফিসারদের পাক্ষিক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার সম্মানিত জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মোছাঃ উম্মে ছালমা , অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব সাবিনা ইয়াসমিন , উপজেলা কৃষি অফিসার জনাব সাইফুল্লাহ আহম্মদ। অল্প খরচে বেশি ধান পেয়ে সফলতা দেখাচ্ছে তারা। রোগবালাই কম ও সময়মত বৃষ্টি হওয়ায় ভালো ফলন পেয়েছে। তবে উচ্চ ফলনশীল জাতের ধান বেশি উৎপাদন হচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন। ধান কেটে অনেক কৃষককে রোপা আমনসহ মাসকালাই জমিতে বপন করতে দেখা গেছে।জাতঃ জিরা

শুকনো ফলনঃ ৪.২ টন/হেক্টর বা ১৪ মণ/বিঘা।

আপনার মতামত লিখুন :