DhakaThursday , 15 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. থেলাধুলা
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

সংরক্ষিত মহিলা আসনে জাপার মনোনীত সালমা ইসলাম ও নুরুন নাহার বেগম

Link Copied!

বাংলার সকাল ডেস্কঃ সংরক্ষিত নারী আসনে দুজনকে মনোনয়ন দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি। তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগম (ঠাকুরগাঁও)। দলের সংসদীয় কমিটি পক্ষ থেকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ২৬ আসনে আওয়ামী লীগের সঙ্গে জাপার সমঝোতা হয়। শেষ পর্যন্ত ১১ আসনে দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সমঝোতার বাইরে দলের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি। এরমধ্যে ৯০ ভাগ প্রার্থী জামানত হারিয়েছেন।

১১ এমপির বিপরীতে ৫০ জন সংরক্ষিত নারী আসনের মধ্যে জাপার ভাগে পড়েছে মাত্র দুটি। বাকি ৪৮টি সংরক্ষিত নারী আসনে গত বুধবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।