DhakaSunday , 4 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. থেলাধুলা
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

বাংলাদেশে অতীতে যেসব কোচ এসেছেন তাদের মধ্যে হাথুরুসিংহে সেরা

Link Copied!

বাংলার সকাল ডেস্কঃ  বাংলাদেশে অতীতে যেসব কোচ এসেছেন তাদের মধ্যে হাথুরুসিংহেকে সেরা কোচ হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

আগামী শনিবার পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এ সিরিজ নিয়ে শনিবার মিরপুরে সাংবাদমাধ্যমে তিনি এ কথা বলেন।

তার মতে, হাথুরুসিংহের ক্রিকেটীয় জ্ঞান তো আছেই, এর বাইরে যে কার্যক্রমগুলো আছে, সেটা কিন্তু অন্য কোচদের থেকে আমরা পাই না। সেজন্যই আমরা ওর সঙ্গে পারফরম্যান্সটা ভালো করি।

আকরাম খান মনে করেন, হাথুরুসিংহে থাকায় বাংলাদেশ দল আসন্ন এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ভালো করবে।

বিসিবির এ পরিচালক আরো বলেন, আশা করছি, হাথুরু যেহেতু দলের সঙ্গে আছে, আমরা ভালো পারফরম্যান্স করব। তরুণ ক্রিকেটাররা ভালো করছে, ফাস্ট বোলাররাও ভালো করছে। তো আমার মনে হয়, আমাদের সম্ভাবনা বেশি।

আফগানিস্তান নিয়ে আকরাম খান বলেন, আফগানিস্তানকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তাদের কোয়ালিটি প্লেয়ার আছে, কোয়ালিটি বোলার অনেক আছে এবং ব্যাটার যারা আছে, তাদের ধারাবাহিকতা অনেক ভালো।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।