নতুন করে অভিনেত্রী বিদ্যা বালান ফিরছেন ‘নিয়ত’ নিয়ে

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শোবিজ থেকে বেশির ভাগ তারকাই আড়ালে চলে যান। সেই তালিকায় নায়কদের চেয়ে নায়িকাদের সংখ্যাই থাকে বেশি। এক সময় পর্দা কাঁপানো এই অভিনেত্রীরা নতুন কাজ না পাওয়া এবং তাদের ঘিরে গল্প না লেখাকেই দায়ী করেন বিভিন্ন সময়। তবে ইদানিং সারাবিশ্বেই চলচ্চিত্রের গল্প বলায় এসেছে পরিবর্তন। বিশেষ করে নতুন মাধ্যম ওটিটি কারণে এখন তারকা নয়, গল্পকেই হিরো মানতে শুরু করেছেন নির্মাতা থেকে শুরু করে দর্শকরা। যার সুফলও পেতে শুরু করেছেন কাজ না পেয়ে সেচ্ছায় অবসর যাপনে যাওয়া শিল্পীরা। একের পর এক নতুন কাজে নিজেদের যুক্ত করছেন তারা। এমনকি দর্শকদের কাছ থেকে প্রশংসাও কুড়াচ্ছেন। সেই তালিকায় অভিনেত্রী বিদ্যা বালান, টাবু, কাজল, রানি মুখার্জি, কারিনা কাপুরসহ অনেকেই রয়েছেন। যারা নিজের ক্যারিয়ার ঘোরাচ্ছেন নতুন করে।