DhakaMonday , 22 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. থেলাধুলা
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া চাঁদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারে অভিযান শুরু

Link Copied!

ষ্টাফ রিপোর্টার: রাজশাহীতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন । বর্তমানে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এখন এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা তাই  করব।’তার এই বক্তব্যের ভিডিও ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠতে শুরু করে। গত দুই দিনে রাজশাহীর বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এর প্রতিবাদে সরব হন ফেসবুকে। অনতিবিলম্বে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।