DhakaWednesday , 2 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. থেলাধুলা
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

গত তিন মাসে রেকর্ড আয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

Link Copied!

বাংলার সকাল ডেস্কঃ  গত তিন মাসে অতীতের সব রেকর্ড ভেঙে দেড় হাজার কোটি টাকার বেশি আয় করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদ হোসেন এ তথ্য জানান।তিনি বলেন, গত তিন মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৮ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহন করেছে। এই সময়ে আয় বিমান আয় করেছে ১ হাজার ৫৬৩ কোটি টাকা।

জাহিদ হোসেন বলেন, গত তিন মাসে রাজস্ব আদায়, যাত্রী হ্যান্ডলিং ও যাত্রীসেবায় প্রত্যাশিত অগ্রগতি হয়েছে। এ ধারা বজায় থাকলে এক বছরে ৩২ লাখ যাত্রী পরিবহন করবে বিমান। এতে রাজস্ব আরও বাড়বে।

তিনি বলেন, যাত্রীসেবা নিশ্চিতে এখন একটি ফ্লাইটের প্রথম লাগেজ ১৮ মিনিটের মধ্যে দেওয়া হয় এবং শেষ লাগেজটি সর্বোচ্চ ৪৫ মিনিটের মধ্যে দেওয়া হয়।

ব্যাপক মনিটরিং, তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনায় পরিবর্তনের কারণে এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান বিমানের সিইও।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।