শুধু আমি নই, অনেকেই সালমানের মারধরের শিকার : সোমি আলি

বলিউড ভাইজান সালমান খান তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন। তার সিনেমা মানেই ভক্তদের ব্যাপক উত্তেজনা। ব্যক্তিগত জীবনে অনেক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তার।
এবার তাঁর সাবেক প্রেমিকা সোমি আলি সালমান খান ‘নারী পেটান’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন।
শুক্রবার (১৯ আগস্ট) সোমি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টার শেয়ার করে সোমি সেখানে লিখেছেন, ‘সালমান একটা নারী পেটানো লোক। শুধু আমি নই, অনেকেই ওর মারধরের শিকার।
আপনাদের কোনও ধারণা নেই কতটা বিষাদগ্রস্থ লোক সে। ’
অভিনেত্রী তাঁর পোস্টে সালমান খানকে ‘পূজা’ করা বন্ধ করতেও সবাইকে অনুরোধ করেছেন। তবে তাঁর পোস্টে সরাসরি সালমানের নাম উল্লেখ না করলেও সালমানের সিনেমার পোস্টার স্পষ্ট বার্তা দেয় যে তিনি শুধুমাত্র সালমানকেই উল্লেখ করেছেন।
এর আগেও মার্চ মাসে সোমি আলি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সালমান খান এবং ভাগ্যশ্রীর হিট প্রেমের গান ‘আতে জাতে হাসতে গাতে’ থেকে একটি স্থির ছবি পোস্ট করে সালমানকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘বলিউডের হার্ভে ওয়েইনস্টেইন!’
সূত্র : ইন্ডিয়া টাইমস