DhakaTuesday , 19 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. থেলাধুলা
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য

সিসিবিভিও’র আয়োজনে কাকনহাটে রক্ষাগোলা সংগঠনের সদস্যৃবৃন্দের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

স্টাফ রিপোর্টার : ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের খাদ্য নিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন। উক্ত প্রশিক্ষণ রক্ষাগোলা সদস্য পরিবারসমূহের বসত ভিটায় শাক-সব্জী চাষের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের খাদ্য চাহিদা পূরণ করবে। এই যৌক্তিকতাকে সামনে রেখে আজ ১৯ মার্চ, ২০২৪ তারিখ রোজ সোমবার সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় মধ্যম পর্যায়ের রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ২০ জন সদস্যের অংশগ্রহণে সিসিবিভিও শাখা কার্যালয় কাকনহাট প্রশিক্ষণ কক্ষে দুই দিনব্যাপী স্বল্প খরচে জৈব সার তৈরী ও ব্যবহার করে মাটির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা এবং ভূমির জৈব গুনাগুন সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণের শেষ দিন। প্রশিক্ষণে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুল হান্নান সরকার ও সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম। উক্ত প্রশিক্ষণের আলোচ্য সূচি ছিল স্বল্প খরচে বসতভিটায় জৈব সার তৈরী সম্পর্কে ধারণা লাভ করা, মাটির গুণাগুন ধরে রাখতে জৈব সারের প্রয়োজনীয়তা সম্পর্কে  ধারনা লাভ করা, জৈব সার ব্যবহারের পদ্ধতি সম্পর্কে  ধারণা লাভ করা, গ্রাম সমাজ সংগঠনের মাধ্যমে এলাকায় জৈব সারের ব্যবহার বৃদ্ধি করানোর কৌশল, স্বল্প খরচে জৈব সার ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা রক্ষার উপায় সম্পর্কে ধারণা লাভ করা, ভূমির জৈব গুনাগুন সংরক্ষণ সম্পর্কে ধারণা লাভ করা এবং মাঠ পরিদর্শন করা। প্রশিক্ষণটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।