‘ইজরায়েলি জাহাজ’ ছিনতাই, দায় স্বীকার হুথির

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৩ PM, ২০ নভেম্বর ২০২৩

বাংলার সকাল ডেস্কঃ লোহিত সাগরে  ভারতে আসার পথে  ছিনতাই করা হয়েছে আস্ত একটি পণ্যবাহী জাহাজ। রোববার এমনি দাবি করেছে ইজরায়েল।

এই ঘটনার জন্য ইজরায়েল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথিকে দায়ী করছে। তবে কেবল হুথি নয়, এর নেপথ্যে ইরানেরও হাত রয়েছে বলে মনে করছে নেতানিয়াহুর প্রশাসন।

ইজরায়েলের দাবি, ব্রিটেনের একটি সংস্থার মালিকানাধীন ওই জাহাজ জাপানের একটি সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত। ‘গুরুত্বপূর্ণ’ সামগ্রী নিয়ে জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে তারা। জাহাজে ছিলেন ২৫ জন কর্মী। এই ২৫ জন ইউক্রেন, বেলারুশ, মেক্সিকো-সহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গিয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছে হুথি। জাহাজ ছিনতাই করার বিষয়টি স্বীকার করে তারা জানিয়েছে, একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজকে দক্ষিণ লোহিত সাগরে ‘বাজেয়াপ্ত’ করা হয়েছে। যদিও ইজরায়েলের পাল্টা দাবি, জাহাজটি তাদের নয়। জাহাজে ইজরায়েলের কোনও নাগরিকও ছিল না।

হুথির এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজে থাকা ২৫ জন কর্মীকে ইসলামিক নীতি এবং আদর্শ অনুযায়ী তাদের হেফাজতে রাখা হবে।

এই ঘটনায় অবশ্য সরাসরি ইরানকে দুষে একটি বিবৃতি দিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সচিবালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের মদতে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তাকে বিঘ্নিত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েল ফিলিস্তিনে হামলা শুরুর পর হামাসের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে হামাস। এই আবহে জাহাজ ছিনতাইয়ের ঘটনা হুথিদের সাফল্য হিসেবেই দেখছে

আপনার মতামত লিখুন :