কাশ্মীরে ৩৫ বাস যাত্রীর মৃত্যু

জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে,ভারতের ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এখনও উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ৩৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। কয়েক জনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, ওই বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। একটি খাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বাসের চাকা পিছলে যায়। যাত্রীদের নিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে বাসটি।
খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় প্রশাসনের লোকজন। শুরু হয় উদ্ধারকাজ।