প্রস্তুতি নিচ্ছেন পূর্ণিমার অভিনয়ে ফেরার

বাংলার সকাল ডেস্ক: প্রচণ্ড গরমকে এড়িয়ে চলতে আপাতত নতুন কোনো কাজে হাত দিচ্ছেন না জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সূর্যের উত্তাপ কমলে তবেই কাজে ফিরবেন বলে জানান পূর্ণিমা।
গত সপ্তাহজুড়ে তীব্র তাপদাহে জনজীবন অতীষ্ঠ ছিল। তবে দুদিন ধরে আবহাওয়া কিছুটা শীতল রয়েছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাবব। সেটা হতে পারে ঈদের পর। তবে যাই করি না কেন, ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব।’
গত রোজার ঈদে পূর্ণিমা অভিনীত ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে মুক্তি পায় ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজ।
প্রসঙ্গত, বর্তমানে ‘আহারে জীবন’, ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে তিনটি ছবিতে কাজ করছেন পূর্ণিমা। এর মধ্যে ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’ ছবির কাজ প্রায় শেষ। অর্ধেক কাজ হয়েছে ‘জ্যাম’-এর। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও দেখা যায় এ অভিনেত্রীকে।