পাকিস্তানে সন্ত্রাসী-সেনাবাহিনী তুমুল লড়াই, নিহত ৬

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩৫ PM, ১১ জুন ২০২৩

বাংলার সকাল ডেস্ক:  পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন সেনাসদস্য। আজ রোববার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর জিও নিউজের।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃ সংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা সাহসিকতার সঙ্গে লড়েছে কিন্তু তুমুল গোলাগুলিতে তাদের মধ্যে তিনজন শহীদ হয়েছেন। গত ৯ জুন এবং ১০ জুন রাতে এ ঘটনা ঘটেছে।

আইএসপিআর-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের স্থান চিহ্নিত করে এবং ফলস্বরুপ তিনজনকে নরকে পাঠানো হয়েছে। এ ছাড়া এসময় আরও চারজন সন্ত্রাসী আহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :