কানাডার দাবানল চলতে পারে ‘পুরো গ্রীষ্মজুড়ে’

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪০ PM, ১১ জুন ২০২৩

বাংলার সকাল ডেস্ক:  কানাডায় চলমান দাবানল আরও তীব্র আকার ধারণ করেছে। এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পশ্চিমাঞ্চল।

দেশটির আলবার্টাতে আগুনের তীব্রতা বেড়েছে। সেখানে গত শুক্রবার রাতে এডসন শহর থেকে আরও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে গত মে মাস থেকে এই শহরটির মানুষ দ্বিতীয়বার উচ্ছেদ হলো।

কানাডার একজন প্রাদেশিক মন্ত্রী সতর্ক করে বলেছেন, এই দাবানল ‘পুরো গ্রীষ্মজুড়ে’ চলতে পারে। বার্তাসংস্থা এএফপির বরাতে আজ রবিবার এই খবর প্রকাশ করেছে এনডিটিভি। খবরে বলা হয়েছে, নতুন ও তীব্রতর এই দাবানল কানাডাজুড়ে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করছে।

চলতি বছরের শুরু থেকে এই দাবানলে প্রায় ১৭ হাজার ৮০০ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। আগের বিভিন্ন দাবানলে গড়ে যত অঞ্চল ক্ষতিগ্রস্ত হতো, সর্বশেষ পরিসংখ্যান তার চেয়ে অনেক বেশি। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর আমেরিকার এই দেশটি বিশ্বের অন্যান্য অংশের তুলনায় দ্রুত উষ্ণ হচ্ছে।

আপনার মতামত লিখুন :