ক্ষমতা হারানোর ভয় সরকারকে পেয়ে বসেছেঃ রিজভী

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৪ PM, ২৫ মে ২০২৩

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তো জনগণের বাহিনী। এটা কারও পেটোয়া বাহিনী হতে পারে না। জনগণের ওপর যদি সরকার এভাবে দমননীতি চালায়, তাহলে সব কিছু পরাজিত হবে জনগণের শক্তির কাছে।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নামে রাজশাহীতে মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফাসহ স্থানীয় এবং কেন্দ্রীয় অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদাকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিনে রাজশাহীসহ সারা দেশে বিএনপির ৬৮০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ হাজারের অধিক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।

গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, এমন ব্যক্তির নামে গায়েবি মামলা দেয়, যিনি দুই বছর আগে মারা গেছেন। হজ পালন করতে গেছেন, তার নামেও মামলা হয়। এসব মামলা যে মিথ্যা সেটা তারা নিজেরাই প্রমাণ করে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈসা। সদস্য সচিব মামুনুর রশীদ সঞ্চালনা করেন।

উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন :