সর্বোচ্চ আদালতে যা ঘটেছে তা দেশের ইতিহাসে কলঙ্কময় ঘটনা: ফখরুল

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৬ PM, ১৬ মার্চ ২০২৩

সর্বোচ্চ আদালতে যে ঘটনা সৃষ্টি করা হয়েছে তা দেশের ইতিহাসে কলঙ্কময় ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশে কোনো সরকার আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় নানা ইস্যুতে সরকারের সমালোচনার সময় এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুলের অভিযোগ, রাষ্ট্রের স্তম্ভগুলো ভেঙ্গে দিয়ে নিজস্ব বিধিবিধান চালু করেছে আওয়ামী লীগ। দেশের স্বাধীনতার চেতনা ধ্বংস করে এক দলীয় শাসন কায়েম করেছে ক্ষমতাশীনরা। স্বাধীনতার ৫০ বছর পরে গণতন্ত্রের দাবি তুলতে হচ্ছে। এ সময়, গণতন্ত্রের কথা বললেই আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুলের অভিযোগ, সুপরিকল্পিতভাবে দেশের ভোট ব্যবস্থা নষ্ট করেছে আওয়ামী লীগ। দেশে ভয়াবহ সংকটে মন্তব্য করে পরিস্থিতি উত্তরণে সবাইকে রাজপথে নামার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

আপনার মতামত লিখুন :