জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১৫ PM, ১২ নভেম্বর ২০২২

ষ্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সম্মেলন গতকাল বেলা ১১ টায় মহানগরীর উপশহরস্থ সংস্থার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নির্বাচন কমিশনার মোহাম্মদ জুুলফিকারের সভাপতিত্বে ও রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি আলমগীর গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী মহাসচিব আবু মুসা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাকেব সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, দৈনিক সোনার দেশ ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে সাংগঠনিক কার্যক্রম সর্ম্পকিত আলোচনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগঠনিক সচিব আব্দুল মজিদ।
সম্মেলনে রাজশাহী বিভাগের ৮ জেলা ও রাজশাহী জেলার ৯ টি উপজেলা শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মতামতের ভিত্তিতে ২৭ সদস্য বিশিষ্ঠ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি গঠিত হয়।
কমিটির সভাপতি- সরকার শরিফুল ইসলাম (রাজশাহী), সিনিয়র সহসভাপতি আব্দুল নাহিদ (পাবনা), সহসভাপতি রফিক আলম (রাজশাহী), ইকরামুল হক (সিরাজগঞ্জ) ও কবির হোসেন (জয়পুরহাট), সাধারণ সম্পাদক রফিকুল হাসান ফিরোজ (রাজশাহী), যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন (নাটোর) ও ফয়সাল শাহরিয়ার অনতু (রাজশাহী), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বনি (রাজশাহী) সহ সাংগঠনিক সম্পাদক কামাল সুকরানা (চাঁপাইনবাবগঞ্জ), অর্থ সম্পাদক জসীম উদ্দীন (রাজশাহী), দফতর সম্পাদক এহসান আলী তুহিন (রাজশাহী), প্রচার সম্পাদক মোঃ রাজিব (রাজশাহী), জন কল্যান সম্পাদক মঞ্জুয়ারা খাতুন (রাজশাহী), প্রশিক্ষন সম্পাদক তারিক হায়দার মিঠু (রাজশাহী), সাহিত্য সম্পাদক গুলবার আলী জুয়েল (রাজশাহী), ক্রীড়া সম্পাদক আফরোজা খান হেলেন (রাজশাহী), নির্বাহী সদস্য আমির ফয়সাল সম্রাট (রাজশাহী), হাবিবুর রহমান পাপ্পু (রাজশাহী), মোস্তাফিজুর রহমান রকি (রাজশাহী), মাহফুজুর রহমান রুবেল (রাজশাহী), রফিকুল ইসলাম (জয়পুরহাট), জামিরুল ইসলাম (নাটোর), আল আমিন মন্ডল (বগুড়া), সাজেদুর রহমান সাজু (চাঁপাইনবাবগঞ্জ), মোঃ রকি (নওগাঁ) ও এম ফজলুল হক বাবলু (বগুড়া)।

আপনার মতামত লিখুন :