৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫২ PM, ১০ নভেম্বর ২০২২

 ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার জন।

বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানান।

গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন।

এর আগে গত বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মহামারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীদের একাংশ এই পরীক্ষা না নেওয়ার দাবি তুলেছিলেন। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭জন। পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৯৯ হাজার ৬০৬ জন।

আপনার মতামত লিখুন :