অনলাইন জুয়ায় কোটি টাকা পাচার, মূলহোতাসহ গ্রেপ্তার ৭

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩০ PM, ৩১ অক্টোবর ২০২২

বাংলার সকাল ডেস্কঃ  অনলাইনে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের মূলহোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার রাতে রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে টাকা পাচার করছিল চক্রটি। ৩ বছরে উল্কা হাতিয়েছে পৌনে দুইশো কোটি টাকা। সম্প্রতি উল্কার এজেন্টকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি বলছে, তিন পাত্তি গোল্ড সাইটের মালিক, ভারতের মুনফ্রগ ল্যাবস কোম্পানি। তাদের মালিকানাধীন উল্কা গেমস সারা দেশে ১৪ জন ডিস্ট্রিবিউটর ও অর্ধশতাধিক এজেন্ট নিয়োগ দিয়েছে। তাদের দিয়ে তিন পাত্তি খেলার চিপস বিক্রি করে টাকা হাতিয়ে নেয় উল্কা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, তিনপাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি টাকা দেশের বাইরে পাচারের মূলহোতা উল্কা গেমস’র সিইও জামিলুর রশিদসহ ৭ জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :