বিশ্বের চীনকে প্রয়োজন: শি জিনপিং

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৯ PM, ২৩ অক্টোবর ২০২২

আল-জাজিরা বলছে, আজ রোববার সিসিপি-এর কেন্দ্রীয় কমিটি শিকে পার্টির জেনারেল সেক্রেটারির পদে নির্বাচিত করেছেন। এতে করে শি যে আরও পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন তা নিশ্চিত।

পরবর্তীতে সংবাদ মাধ্যমে শি বলেন, চীনকে বিশ্বের প্রয়োজন। বিশ্বকে ছাড়া চীন উন্নয়ন করতে পারবে না এবং বিশ্বেরও চীনকে প্রয়োজন। এ ছাড়া শি বলেন, আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।

শি এই সময়, দল এবং জনগণের মহান আস্থার যোগ্য প্রমাণ করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শিকে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রধানও নিযুক্ত করা হয়েছে।

এছাড়া সিসিপিও শির নেতৃত্বে সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি (পিএসসি) নামকরণ করেছে। তবে শির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকা দুইজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই কমিটি থেকে বাদ পড়েছেন।

গতকাল শনিবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসের অনুষ্ঠান শেষ হয়েছে। তবে গতকাল অনুষ্ঠান চলাকালীন দেশটির সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে (৭৯) কংগ্রেসের শেষ দিনের অনুষ্ঠান থেকে আকস্মিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :