রাজশাহীতে চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইলসহ ০৬জন গ্রেফতার

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০২ PM, ২১ সেপ্টেম্বর ২০২২

স্টাফ রিপোর্টার রাজশাহীতে মতিহার থানা পুলিশের অভিযানে চুরি হওয়া দুটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল ফোনসেটসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন। পুলিশ জানায়, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থীর তালাইমারী এলাকার ভাড়া বাসা হতে গত সোমবার ভোরে আইফোন ব্রান্ডের মোবাইল ফোনসেট চুরি হয়ে যায়। পরে ওই শিক্ষার্থী মতিহার থানায় মামলা দায়ের করলে মতিহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল রহমান সঙ্গীয় ফোর্স ও আরএমপি’র সাইবার ইউনিটের সহায়তায় অভিযান পরিচালনা করে রুয়েট শিক্ষার্থী’র ফোন সেট উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরের দেয়া তথ্যমতে আবারো অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ ও চারটি মোবাইল উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের আরো ৫জনকে গ্রেফতার করা হয়। পরে আসামীদের চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :