রাবি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া ফোন সেট উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর গত ফেব্রুয়ারী মাসে হারিয়ে যায়। পরে সেই শিক্ষার্থী মহানগরীর মতিহার থানায় একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়া সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করেন। বিষয়টি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তি’র সহায়তায় শিক্ষার্থীর হারিয়ে যাওয়া ফোনটি মতিহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ফোন সেটটি আজ দুপুরে ওই শিক্ষার্থী’র হাতে তুলে দেন মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন।
এসময় তিনি বলেন, আমাদের কাজ জনগণের সেবা করা। একজন সাধারণ রাবি শিক্ষার্থী’র ফোনটি কত কষ্ট করে কিনেছেন তা আমি অনুধাবন করতে পেরে সাইবার ক্রাইম ইউনিটের সহযোগীতা চেয়ে আবেদন করি। তাদের দেওয়া তথ্যানুযায়ী আমি সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করে আজ দুপুরে রাবি শিক্ষার্থীর হাতে তুলে দেয়। এ ধরনের কাজের পাশাপাশি অপরাধ দমনেও কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।