রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৪ PM, ১৮ জুলাই ২০২২

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে আরএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০ লক্ষ টাকার হিরোইনসহ আব্দুল খালেক (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে খালেককে মাদক আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী খালেক গোদাগাড়ি উপজেলার মাদারপুরের শামসুদ্দিনের ছেলে।
আজ সন্ধ্যায় আরএমপি’র গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, মহানগর ডিবি পুলিশের একটি টিম জানতে পারে আজ সকালে দামকুড়া থানাধীন আলীমগঞ্জ জবির মোড়ে টিটুল হেয়ার কাটিং সেলুনের সামনে একটি লাল রঙের অটোরিক্সাতে মাদক আসবে। খবর পেয়ে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে খালেককে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ৪’শ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত হিরোইনসহ গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বেচাকেনার সাথে জড়িত বলে স্বীকার করে। আজ বিকেলে তাকে মাদক আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :