বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিসের সময় কমানোর চিন্তা

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০৭ PM, ১৮ জুলাই ২০২২

বাংলার সকাল ডেস্কঃ  বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়ে চিন্তা করছে সরকার। এক্ষেত্রে অনলাইনে অফিস করার বিষয়টিও পর্যালোচনা করছে সরকার। এছাড়া মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোড শেডিংয়ের সিদ্ধান্ত হয়েছে। এসব বিষয়ে পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তাতে অনেক টাকা সাশ্রয় হবে। এছাড়া সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

তৌফিক-ই-এলাহী জানান, সংকট সমাধানে আপাতত মহামারিকালের মতো হোম অফিস চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ লোডশেডিংয়ের বিষয়ে বলেন, ‘বিদ্যুৎ সংকট সমাধানে মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। সাময়িক সময়ের জন্য পরীক্ষামূলকভাবে এই লোডশেডিং হবে। তবে আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

নসরুল হামিদ বিপু বলেন, ‘সরকারি-বেসরকারি অফিসের সময় কমিয়ে ভার্চুয়ালি করার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। সরকারি অফিসগুলো ভার্চুয়ালি পরিচালনার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় সমন্বয় করবে।’

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‌বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত হতে পারে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :