না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মোজাম্মেল

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৯ PM, ১৮ জুলাই ২০২২

ষ্টাফ রিপোর্টারঃ  জাতীয় সাংবাদিক সংস্থা চারঘাট উপজেলা কমিটির সভাপতি ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি এসএম মোজাম্মেল হক (৫৫) ব্রেইনস্ট্রোক করে গত সোমবার রাত দুই টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন।
আজ দুপুরে চারঘাটের গোপালপুর ঈদগাঁয়ে তাঁর নামাজে জানাজা শেষে নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর নামাজে জানাজায় অন্যান্যদের মধ্যে, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট পৌর সভার মেয়র একরামুল হক, চারঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি রফিক আলম, ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার অনতু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক নুরজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা’র পুঠিয়ার সভাপতি মেহেদী হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে চারঘাট প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক এসএম মোজাম্মেল হক চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের অবসরপ্রাপ্ত চারঘাট সরকারী মডেল স্কুলের সহকারী শিক্ষক এনামুল হক নিজাম পরিবারের কৃতি সন্তান। তিনি চারঘাট মহিলা কলেজের রাষ্টবিজ্ঞানের সহকারী অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি দৈনিক ইত্তেফাকের চারঘাট সংবাদদাতা, চারঘাট প্রেসক্লাবের সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা কমিটির সভাপতি, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক, পদ্মা থিয়েটারের প্রতিষ্ঠাতা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন।#

 

 

আপনার মতামত লিখুন :