রাজশাহীতে অধ্যক্ষকে পেটানোর ঘটনায় সংবাদ সম্মেলন

বাংলার সকাল ডেস্কবাংলার সকাল ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৫ PM, ১৬ জুলাই ২০২২

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী রাজাবাড়ী কলেজ অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর কথা ভিকটিম ও অভিযুক্ত এমপি ওমর ফারুক চৌধুরী অস্বীকার করলেও এ সংক্রান্ত একটি অডিও প্রকাশ করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আজ দুপুরে মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ যে অডিও প্রকাশ করেন তাতে আহত শিক্ষকের সাথে অন্য এক ব্যক্তির মার খাওয়ার স্বীকারোক্তিমুলক কথোপোকথন রয়েছে। ওই অডিও ক্লিপে অধ্যক্ষকে বলতে শোনা গেছে কি কারণে এমপি ওমর ফারুক চৌধুরী তাকে কিল ঘুষি মারেন, তা তিনি জানেন না। সংবাদ সম্মেলনে এমপির ওমর ফারুকের বিরুদ্ধে শিক্ষক পেটানো ছাড়াও নানা অনিয়ম, দুর্নীতি জামায়াত তোষন, ৭০% জামায়াত বিএনপির লোকজনকে চাকরী প্রদান, ছাত্র জীবনে ছাত্রদল ও পরবর্তীতে ফ্রিডম পার্টি করা সহ একধিক গুরুত্ব অভিযোগ তুলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন তার অভিযোগগুলো সত্য না হলে তাকে যেন আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়। আর সত্য প্রমানিত হলে এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন। সম্প্রতি রাজশাহী বাজাবাড়ী কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর অভিযোগ উঠে সাবেক মন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপির বিরুদ্ধে। সংবাদটি গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচানার মুখে পড়ে এমপি ওমর ফারুক চৌধুরী। এই বিষয়ে জাতীয় বিশ^বিদ্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর গত ১৪ জুলাই এমপি ওমর ফারুক চৌধুরী তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভিকটিম অধ্যক্ষকে পাশে বসিয়ে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি মিথ্যা সংবাদ প্রচারের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে দায়ী করে বলেন, তাকে বির্তকীত করতেই শিক্ষক পেটানো অভিযোগ তুলে সামাজিক ও রাজনৈতিক ভাবে ক্ষতি করতে চায়। সংবাদ সম্মেলনে আহত শিক্ষকও এমপির সুরে কথা বলেন এবং এমপি তাকে আঘাত করেননি বলে জানান। তবে তার শরীরে আঘাতে চিহ্ন কিসের সাংবাদিকরা জানতে চায়লে তিনি জানান, অন্য শিক্ষকদের সাথে হাতাহাতি তিনি আঘাতপ্রাপ্ত হন।

আপনার মতামত লিখুন :