DhakaSaturday , 2 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. থেলাধুলা
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. মহিলা অঙ্গন
  11. রাজনীতি
  12. রাজশাহী
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় রুপির আরো পতন, নতুন রেকর্ড

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার (রুপি) মান আরও কমেছে। শুক্রবার ৫ পয়সা বেড়ে এক ডলারের দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ১১ রুপি, যা সর্বকালের রেকর্ড।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সকালে ভারতের শেয়ারবাজারেও দরপতন হয়েছে। বাজার খোলার পর ৩৯৯ দশমিক ৬৯ সূচক পড়ে সেনসেক্স দাঁড়ায় ৫২ হাজার ৬১৯ দশমিক ২৫-এ। নিফটি ১৩০ দশমিক ২৫ পয়েন্ট পড়ে গিয়ে হয় ১৫ হাজার ৬৫০।

রুপির দরপতন অব্যাহত থাকায় চলতি অর্থবছরে ডলারের তুলনায় রুপির দাম প্রায় ৬ শতাংশ অবমূল্যায়িত হলো।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রুপির দাম এমন পতনের অন্যতম কারণ ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইয়ের মূলধন তুলে নেওয়া। এছাড়া বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি।

দ্য ইউএস ডলার ইনডেক্স অনুযায়ী, ২০ বছরের মধ্যে ডলারের মান এখন সবচেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, ডলারের বিপরীতে অন্যান্য স্থানীয় মুদ্রার দামের পতনের বহুবিধ কারণ আছে। এর মধ্যে প্রধান দুটি কারণ হলো- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানো।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।